বদ হজম হলে কি করবেন তার বিভিন্ন উপায়।
এখনকার সময়ে তেলেভাজা বা ফাস্টফুড আমাদের সবার খুব ই পছন্দের খাবার। কিন্তু এই সব খাবার খেলে আমাদের বদহজম হলে ওষুধ না খেয়ে যদি জোয়ান বা লবণ বা জিরে খান তাহলে উপকার পাবেন।
আমরা অনেকেই কাঠাল খেতে খুব পছন্দ করি।কিন্তু কাঠাল খাবার পরে বদহজম হলে কাঠাল এর বিচি বা কলা খেতে পারেন।
যদি আপনার তালের সাস খেয়ে কখনো বদহজম হয় তাহলে আপনি চাল খেতে পারেন।তাহলে বদহজম এর জ্বালা থেকে রেহাই পাবেন।
ঘী খেয়ে বদ হজম হলে আপনি লেবু খাতে পারেন।তাহলে রেহাই পাবেন।
কলা আমরা অনেক পছন্দ করি কিন্তু কলা খাবার পরে বদ হজম হলে লবণ খেতে পারেন।
বাঙালিদের লুচি খুব পছন্দের একটি খাবার।কিন্তু লুচি খেলে অনেক সময় বদ হজম হয়।তখন যদি পিপুলচুর্ণ খান তাহলে ফল পাবেন।
মধু খেয়ে বদ হজম হলেও পিপুলচূর্ণ খাতে পারেন।ফল অবশ্যই পাবেন।