25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

বদ হজম হলে কি করে দূর করবেন তার দ্রুত ৭ টি বিভিন্ন উপায়।

বদ হজম হলে কি করবেন তার বিভিন্ন উপায়।

​এখনকার সময়ে তেলেভাজা বা ফাস্টফুড আমাদের সবার খুব ই পছন্দের খাবার। কিন্তু এই সব খাবার খেলে আমাদের বদহজম হলে ওষুধ না খেয়ে যদি জোয়ান বা লবণ বা জিরে খান তাহলে উপকার পাবেন।

​আমরা অনেকেই কাঠাল খেতে খুব পছন্দ করি।কিন্তু কাঠাল খাবার পরে বদহজম হলে কাঠাল এর বিচি বা কলা খেতে পারেন।

​যদি আপনার তালের সাস খেয়ে কখনো বদহজম হয় তাহলে আপনি চাল খেতে পারেন।তাহলে বদহজম এর জ্বালা থেকে রেহাই পাবেন।

​ঘী খেয়ে বদ হজম হলে আপনি লেবু খাতে পারেন।তাহলে রেহাই পাবেন।

​কলা আমরা অনেক পছন্দ করি কিন্তু কলা খাবার পরে বদ হজম হলে লবণ খেতে পারেন।

​বাঙালিদের লুচি খুব পছন্দের একটি খাবার।কিন্তু লুচি খেলে অনেক সময় বদ হজম হয়।তখন যদি পিপুলচুর্ণ খান তাহলে ফল পাবেন।

​মধু খেয়ে বদ হজম হলেও পিপুলচূর্ণ খাতে পারেন।ফল অবশ্যই পাবেন।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.