সিবিএসই র পর এবার বাতিল হল আইসিএসই -র দশম শ্রেণীর পরীক্ষা
- কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃসিবিএসই র পর এবার বাতিল হল আইসিএসই -র দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। পিছিয়ে গেল আইএসসি। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। এই পরিস্থিতিতে আগেই নিজেদের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছে সিবিএসই বোর্ড।
এবার সেই একই পথে হাঁটল আইসিএসই বোর্ড। ২০২০ তে অতিমারির কারণে বাতিল হয়েছিল একাধিক পরীক্ষা। তবে চলতি বছরে ১২ ফেব্রুয়ারী থেকে খুলে ছিল স্কুল গুলি। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসও চলছিল।
কিন্তু আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তড়িঘড়ি বন্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। এদিকে আইসিএসই বোর্ডের তরফ থেকে জানান হয়েছে ভিন্নতর পদ্ধতিতে দশম শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ন করে তৈরী করা হবে ক্লাস টেনের রেজাল্ট। অন্যদিকে যারা ইচ্ছুক তারা ক্লাস টেনের পরীক্ষা দিতে পারবে, ক্লাস ১২ র সঙ্গে।