করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত, দর্শনার্থীদের জন্য বন্ধ হল পুরির মন্দিরের দরজা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সারা দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। রাজ্যে রাজ্যে বাড়ছে সংক্রমণ। একাধিক রাজ্যে ঘোষণা করা হয়েছে লকডাউন। এমতাবস্থায় দাঁড়িয়ে পুরির জগন্নাথদেবের মন্দিরে ফের নিষিদ্ধ করা হল দর্শনার্থীদের প্রবেশ।
করোনার কারণে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর গত ডিসেম্বর মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পুরির মন্দিরের দরজা। আপাতত আগামী ১৫ মে পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও রোজকার পুজোয় ছেদ পড়ছে না। নিয়ম ও রীতি মনে প্রভু জগন্নাথ দেবের আরাধনা হবে নিয়মিত। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবছরও রীতি মেনে রথযাত্রার প্রস্তুতিও নেওয়া হবে। জগন্নাথ দেবের স্নান যাত্রা, চন্দন যাত্রা সবটাই করোনা-বিধি মেনে হবে।