34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

India Wins Gold: প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের, ৫০ মিটার পিস্তল শ্যুটিংয়ে জোড়া পদক জয় মণীশ-সিংহরাজের

টোকিয়ো প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) অসাধারণ সাফল্য। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সাফল্যের শিখর ছুঁয়েছেন ভারতীয় প্যারা অলিম্পিয়ানরা। এল আরও এক সোনার পদক।  শ্যুটিং থেকে সোনা ও রুপো জয় ভারতের। পুরুষদের মিক্সড ৫০ মিটার পিস্তল শ্যুটিংয়ের ইভেন্টে একইসঙ্গে সোনা ও রুপো জিতলেন এই খেলোয়াড়দ্বয়। এই নিয়ে মোট ১৫টি পদক এল এবারের প্যারালিম্পিক্সে। অন্যদিকে ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করলেন ভারতের প্রমোদ ভগত। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জয় মনীশ নারওয়ালের। একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার (Singhraj Adhana)।  সব মিলিয়ে চলতি প্যারালিম্পিক্সে   ১৫টি পদক জয় ভারতের।

হরিয়ানার কাথুরা গ্রামের বাসিন্দা মণীশ নারওয়াল (Manish Narwal) মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন। মণীশ তাঁর প্রথম দুটি শটেই মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর নাওয়াল দুরন্ত প্রত্যাবর্তন করেন। পাঁচটি শটের পর নারওয়াল প্রথম তিনে জায়গা করে নেন। পাঁচটি শটের পর তাঁর স্কোর ছিল ৪৫.৪। ১২ শটের পর মণীশ নারওয়াল ১০৪.৩ স্কোর করে পঞ্চম স্থান বজায় রাখেন।

অন্যদিকে, সিংহরাজ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছিলেন। ১৪ তম শটের পর সিংহরাজ চার নম্বরে ছিলেন সিংহরাজ। ১৪ তম শটের পর ফাইনাল ইভেন্টে মাত্র ছয় খেলোয়াড় ছিলেন। তাঁদের মধ্যে ভারতের দুজন সিংহরাজ ও মণীশ নারওয়াল। যদিও দুই খেলোয়াড়েরই ইভেন্টের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল।

দুই ভারতীয় অ্যাথলিটকেই পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ১৯ বছরের মণীশ ও সিংহরাজের হাত ধরে চলতি প্যারালিম্পিকে ১৪ এবং ১৫ তম পদকটি এল ভারতের ঘরে। যা ইতিহাস। তবে এখানেই শেষ নয়। আজ সোনা জয়ের দৌড়ে নামবেন আরও এক ভারতীয়। তিনি প্রমোদ ভগত। দিনের শুরুতেই যিনি ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SL3 ক্লাসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করেছেন।

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.