কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ অনেক সময় দীর্ঘ ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার রেলযাত্রা যাত্রীদের কাছে বিরক্তির উদ্রেক করে। তবে প্রয়োজনে সেই যাত্রাও মেনে নিতে হয়।
তবে এবার ভারতীয় রেল যাত্রীদের এই যাত্রাপথের একঘেয়েমি থেকে মুক্তি দিতে বেশ কিছু অভিনব ব্যবস্থা নিতে চলেছে। বৃহস্পতিবার ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে এবার যাত্রীদের জন্য ট্রেনের কামরার মধ্যেই বিনোদনের ব্যবস্থা করা হবে। দেখা যাবে পছন্দের মুভি, শোনা যাবে আঞ্চলিক ভাষায় সংবাদও।
যাত্রীদের এই পরিষেবা দিতে জি এন্টারটেইনমেন্টের সংস্থা মার্গো নেটওয়ার্কের সঙ্গে চুক্তি করছে রেলটেল।প্রাথমিকভাবে রাজধানী ও ওয়েস্টার্ণ রেলের এসি কোচে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। সাফল্য পেলে, তা দেশের অন্যান্য রুটেও চালু করা হবে বলে জানানো হয়েছে।