বাড়ছে সংক্রমণ, আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় বাড়ল নিষেধাজ্ঞা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের লাগামছাড়া সংক্রমণ। দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে সম্পূর্ণ লকডাউন। পশ্চিমবঙ্গেও আজ থেকে লাগু হয়েছে আংশিক লকডাউন। এমতাবস্থায় দাঁড়িয়ে সংক্রমণের ঝুঁকি কমাতে দেশে আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় বাড়ল নিষেধাজ্ঞা।
দেশে আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়াল কেন্দ্র। তবে বন্দে ভারত মিশনের মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বাবল তৈরি করে এর আগে যে সব বিমানকে পরিষেবা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল সেগুলি চালু থাকছে। ‘আন্তর্জাতিক সফর বাবল’-এ যুক্ত অন্যান্য দেশগুলি আপত্তি না জানালে এই পরিষেবা আপাতত চালু থাকবে বলেই জানিয়েছে ডিজিসিএ। দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহেই এই সিদ্ধান্ত।