কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ আন্তর্জাতিক নারী দিবসে দেশের সকল নারীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় মহিলারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করছে, সেসবের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ আন্তর্জাতিক নারী দিবসের দিনে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে # নারীশক্তি হ্যাশট্যাগ ব্যবহার করে মোদী লিখেছেন, ভারতীয় নারীদের একাধিক কৃতিত্ব অর্জনে দেশ গর্বিত। তাঁর পোস্টে তিনি বলেন, “আন্তর্জাতিক নারী দিবসে অদম্য #নারীশক্তিকে স্যালুট। ভারতীয় নারীদের একাধিক কৃতিত্ব অর্জনে দেশ গর্বিত। মহিলাদের আরও শক্তিশালী করা তোলার জন্য কাজ করার সুযোগ পাওয়া আমাদের সরকারের জন্য গর্বের বিষয়।”
১৯১৩ সালের ৮ মার্চ দিনটিকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে।মহিলাদের সমানাধিকার এবং পুরুষ এবং পুরুষ তান্ত্রিক সমাজের নিষ্পেষণ থেকে নারীর অধিকার আদায়ের দাবিতে বিশ্বজুড়ে পালিত হয় নানা অনুষ্ঠান। গুগলও এইদিন বিশেষ ডুডল বানিয়ে শ্রদ্ধা জানিয়েছে এই দিনটিকে।