কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বাম-কংগ্রেসের সঙ্গে জোট করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে নিজের রাজনৈতিক দলও তৈরি করেছেন। বাম,কংগ্রেস আইএসএফ কে ছাড়ছে মোট ৩৭টি আসন। নন্দীগ্রামের মত হাইভোল্টেজ আসনও থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও এই আসনের প্রার্থীর নাম ঘোষণা বাকি রেখেই প্রথম দুদফার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এই পর্যন্ত হয়ত সবই ঠিক ছিল। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। এখনও দলীয় প্রতীক পায়নি আএসএফ। আপাতত তা নিয়েই চিন্তার ভাঁজ ভাইজানের কপালে। কবে মিলবে দলীয় প্রতীক, তা নিয়ে প্রচারে নেমে ভোটারদের কাছে পৌছানও। সব মিলিয়ে বেশ চিন্তায় পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেই জানা যাচ্ছে।
তবে নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে মনোনয়ন পেশ না করা পর্যন্ত অস্বীকৃত কোনও রাজনৈতিক দলের আগাম প্রতীক মেলে না। তা ঠিক হয় মনোনয়ন পেশের পর। এবং প্রার্থীকে বলা হয়, কমিশনের তালিকায় থাকা প্রতীক থেকে নিজের পছন্দের প্রতীক বেছে আবেদন করতে। তারপর মেলে প্রতীক।