কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
বাঙলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় কারাগারকে আটকে থাকা অভিনেত্রী পরিমণিকে তৃতীয় দফার রিমান্ড শেষে শনিবার আদালতের উপস্থাপনের পর আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে ।শনিবার আদালতে উপস্থানের পর তদন্তকারী অফিসার আর কোন রিমান্ড না চেয়ে পরীমণিকে জেলে পাঠানোর আবেদন করেন ।
ফরে শুনানি শেষে আদালত তাকে জেলে পাঠিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ।এর আগে সকালে তাকে মাইক্রোবাসে করে কাশিমপুর জেল থেকে আদালতে আনা হয় ।গত ৪ঠা আগষ্ট তার বনানীর বাড়ি থেকে আটক করা হয় পরীমণি কে এবং ওই বাড়ি থেকে মাদক উদ্ধারের দাবি করে র্যাব।ওইদিন প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব । পরদিন র্যাব এক সাংবাদিক সম্মেলনে দাবি করে যে , পরীমণি আগে থেকেই আ্যলকোহলে আসক্ত এবং তার বাড়ি থেকে ১২টি আগের ব্যবহার করা বোতল ও ১৯টি বিদেশি মদের বোতল তারা উদ্ধার করেছে ।
অভিযানের সময় বিপুল পরিমাণে মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। র্যাব আটক করলেও এই মামলার তদন্তভার প্রথমে পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ । পরবর্তীকালে পুলিশ সদর দফতরের আদেশে তদন্তভার যায় অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি তে ।