বৃষ্টির বিরাম নেই বঙ্গে। গত সপ্তাহের পর চলতি সপ্তাহের শুরুতেও মুখ ভার আকাশের। মঙ্গলবার থেকে চলতি সপ্তাহে দাপটের সঙ্গেই ব্যাটিং চালাবে বৃষ্টি। সোমবার, সপ্তাহের প্রথম দিন বৃষ্টির (Rain) পরিমাণ খানিকটা কমলেও নিস্তার নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই বঙ্গে অতিরিক্ত বৃষ্টি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার।
রাজ্যজুড়ে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ আকাশ সারাদিনই মেঘলা থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। চলতি সপ্তাহেও বর্ষার ইনিংস জারি থাকবে দাপটের সঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির হাত থেকে রাজ্যবাসীর এখনই রেহাই নেই।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। জানা গিয়েছে, রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ (Depression) অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু। আর তার প্রভাবে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।