27 C
Kolkata
27 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

যাত্রীবাহী বাসে বন দফতরের অভিযানে উদ্ধার ৬৫৮ টি টিয়া

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে জাতীয় সড়কে একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে ৬৫৮টি টিয়াপাখি উদ্ধার করল কেন্দ্রীয় বন্যপ্রাণ অপরাধ দমন ব্যুরো , সিআইডি এবং রাজ্য বন দফতরের যৌথ বাহিনী ।বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের অদূরে ওই অভিযানে পাখি পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয় । তাঁদের মধ্যে বাসের চালক ও সহকারীও রয়েছে ।
ডব্লিউসিসিবি-র পূর্বাঞ্চলীয় ডিরেক্টর অগ্নি মিত্র জানান , নির্দিষ্ট খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয় । তাদের কাছে খবর ছিল , উত্তরপ্রদেশ থেকে আসা ওই বাসটিতে বেআইনিভাবে প্রচুর টিয়া আনা হচ্ছে ।বৃহস্পতিবার সকালে বাসটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানা পেরোনোর পরেই সেটি অনুসরণ করে আটকানো হয় ।উদ্ধার হওয়া টিয়াগুলির অধিকাংশই ” রোজ রিঙগড প্যারাকিট “ প্রজাতির । ভারতীয় বন্যপ্রান সংরক্ষন আইন অনুযায়ী এদের ধরা বা পোষা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , পাখিগুলি বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছিল ।পাচারকারীদের একজন পলাতক বলে তদন্তে জানা গিয়েছে ।দুর্গাপুরের বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন , ধৃতচারজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন ।এই পাখি পাচারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.