কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ঘন লম্বা চুল সবারই পছন্দের ।কিন্তু চুলকে সতেজ রেখে লম্বা করতে সহজ কয়েকটা উপাডয় জেনে নিন
আ্যলোভেরা জেল|
বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকলে , বাজার থেকে আ্যলোভেরা জেল কিনে নিন ।মাথার স্ক্যাল্পে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখুন ।তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ।আ্যলোভেরা চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধির সহায়ক ।
মেথি:-
পাতলা চুলকে ঘন করতে মেথির ভূমিকা অপরিসীম৷ আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে রাখুন ।পরের দিন মেথি দানা ছেঁকে মিক্সিতে পেষ্ট করে নিন ।পেষ্ট টি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩০মিনিট ।তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন ।
ডিম:-
ডিমের প্রোটিন ও সালফার চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে । অলিভ অয়েল আর ডিম মিশিয়ে চুলে লাগিয়ে নিন ।৩০ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন ।এর ফলে চুল সিল্কি হয়ে উঠবে ।
শ্যাম্পু করার আগে নারকেল তেল ব্যবহার করতে পারেন ।চুল বড় , সুন্দর ও মজবুত করতে সাহায্য করে সরষের তেল । সরষের তেলের অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় তা চুলের খুশকি ও চুলকানি দূর করে ।এই তেল চুল পড়া রোধ করে ।