ঝাড়খণ্ডে গভীর রাতে রেললাইন ওড়াল মাওবাদীরা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনা আতঙ্কের মাঝেই এবার ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ডের চক্রধরপুর রেল বিভাগের লোটাপাহার এলাকায় এই ঘটনা ঘটে।ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এই ঘটনার পর চক্রধরপুর রেল বিভাগে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বহু স্টেশনে আটকে রয়েছে ট্রেন।
জানা যাচ্ছে মাওবাদীদের লক্ষ ছিল আজাদ হিন্দ
এক্সপ্রেস। সেই কারণে ঝাড়খণ্ডের চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের লোটাপাহাড় ও সোনুয়া স্টেশনের মাঝে রেল লাইনে ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়। রাত ২ টো নাগাদ বিস্ফোরণে উড়ে যায় রেল লাইনের কিছুটা অংশ।
জানা যাচ্ছে একটি মালগাড়ীর চালক প্রথম বিস্ফোরণের আওয়াজ পান, তিনিই রেলের উর্ধতন কর্মকর্তাদের জানান। তখনই বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। দাঁড় করিয়ে দেওয়া হয় আজাদ হিন্দ এক্সপ্রেসকেও।