কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের।সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা। একটি ভিডিও বার্তায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতেই এহেন সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, হেমন্ত সোরেনের জেএমএম ঝাড়খণ্ডে সরকার চালাচ্ছে কংগ্রেসের সমর্থনে। এ রাজ্যে তাঁরা কংগ্রেসকে সমর্থন না করে তৃণমূলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে বিহারের প্রধান বিরোধী দল আরজেডিও মমতাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
নিজের ভিডিও বার্তায় সোরেন বলেন দিদি বাংলায় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়ছেন, তাই
বাংলার ভোটযুদ্ধে না নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের সিদ্ধান্ত নেয় জেএমএম। তিনি ঘোষণা করেন, মমতা দিদি আমাদের ফোন করেছিলেন। চিঠি লিখে সমর্থন প্রার্থনা করেছিলেন। তারপর আমরা দলগতভাবে আলোচনার পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দল বাংলায় কোনও প্রার্থী দেবে না। দিদি বাংলায় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়ছেন। সেই লড়াইয়ে আমরা দিদির পাশে থাকব।