25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

Joe Biden: ‘ক্ষমা করব না, খুঁজে খুঁজে মারব, কাবুল বিমানবন্দরে হামলাকারীদের চরম হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হামলাকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানালেন, কেউ রেহাই পাবে না।

বৃহস্পতিবার রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। মূলত বিমানবন্দরে চত্বরে জোরালো বিস্ফোরণ হয়। সেই সময় তালিবান (Taliban Terror) অধিকৃত আফগানিস্তান ছাড়তে চাওয়া কয়েক হাজার আফগান নাগরিক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। আফগান নাগরিকদের নিয়ে মার্কিন বিমান ওড়ার আগেই পরপর বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা (US Troop) জওয়ান রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুল বিমানবন্দরে হামলা নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনায় আফগান পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার সময় কড়া বার্তায় জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের হামলাকারীদের শনাক্ত করবে এবং পাল্টা আক্রমণ করার পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন তিনি।

হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, “আমরা ক্ষমা করব না। এই ঘটনা ভুলবও না। খুঁজে বের করব এদেরকে। এর মূল্য চোকাতে হবে।” তবে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী উচ্ছেদের কাজ জারি থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। এই অশান্ত আবহে প্রায় এক হাজার আমেরিকান এবং আরও অনেক আফগান এখনও কাবুল থেকে বেরিয়ে আসতে হিমশিম খাচ্ছে মার্কিন মুলুক।

তিনি আরও বলেন, “আইএসআইএস-খোরাসান (ISIS-K)-কে যোগ্য জবাব দেওয়ার পরিকল্পনা শুরু করেছে আমেরিকা। আমার কম্যান্ডরদের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সময় মতো আমরা ঠিক উত্তর দেব। যেখানে বুঝব, যখন আমরা বুঝব।” সমস্ত জল্পনায় জল ঢেলে ওই ভাষণেই বাইডেন (Joe Biden) জানিয়ে দেন, এভাবে আমেরিকাকে আটকানো যাবে না। এরপরেও প্রত্যার্পনের কাজ জারি থাকবে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.