মাত্র ৩৯ য়ে থামল সাংবাদিক অলক ঘোষের লড়াই
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ব্যারাকপুরের খবর মানেই অলক ঘোষ। উত্তর ২৪ পরগণার সাংবাদিকতায় একজন অত্যন্ত পরিচিত মুখ।
কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ছিল গলায় ব্যথা। মঙ্গলবার তীব্র শ্বাসকষ্ট, শরীরে দ্রুত কমতে থাকে অক্সিজেনের মাত্রা। মাত্র ৩৯ থামল লড়াই। শোকাহত দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা। আর কোন দিন ডেস্কে ফোন আসবেনা পরিচিত কণ্ঠস্বর বলবেনা ” অলক বলছি, কপি আছে “। এই অকাল প্রয়াত সাংবাদিকের পরিবারকে কলকাতা মিডিয়ার পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা।