কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩জনের । আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে ।বিস্ফোরণের পরেই বিমানবন্দরের বাইরে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে । একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর , বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে ।নিহতদের মধ্যেকয়েকজন শিশুও থাকতে পারে । তিন মার্কিনসেনা আধিকারিক সহ আহত হয়েছেন অন্তত ১৫ জন ।
কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের আশঙ্কা আগে থেকেই করেছিল পেন্টাগন ।সেই আশঙ্কা সত্যি প্রমাণ করেই বিস্ফোরণ হল ।কাবুল থেকে মার্কিন বিমানের উড়ানের ঠিক আগে বিস্ফোরণ হয় । বিমানবন্দরের আ্যবে গেটের কাছে বিস্ফোরণ টি হয় ।এছাড়াও কাবুলের ব্যারন হোটেলের কাছেও বিস্ফোরণ হয়েছে ।
কিছুক্ষণ আগে ইতালির বিমান লক্ষ্য করে গুলিবৃষ্টি হয়েছে ।পেন্টাগনের প্রেস সেক্রেটারী জন কিরবি টুইট করে কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের খবর স্বীকার করেছেন ।তিনি জানিয়েছেন , “আমরা নিশ্চিত যে কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ হয়েছে ।এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কতজনের মৃত্যু হয়েছে ।আমাদের কাছে যখনই নিশ্চিত খবর আসবে , তখনই আমরা তা জানাব ।“