আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬ জনের দেহে করোনা থাবা। গতকাল কাবুল থেকে দেশে ফেরেন ৭৮ জন, তাদের মধ্যেই ১৬ জনের দেহে করোনা সংক্রমণ। যা যথেষ্ঠ উদ্বেগ তৈরি করেছে।
শুধু তাই নয়, গতকাল যাঁরা আফগানভূমি থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে ফিরেছিলেন, সেই তিন শিখও সংক্রমিত বলে জানা গিয়েছে। আর গুরু গ্রন্থসাহিব মাথায় করে দিল্লি বিমানবন্দর থেকে আনার সময় তাঁদের সংস্পর্শে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীও। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে।
তালিবানি (Taliban) তাণ্ডবে ফের রক্তক্ষয়ী সময়ের সাক্ষী আফগানবাসী। সেখানে আটকে পড়া ভারতীয়দের পাশাপাশি আফগান নাগরিকদেরও নিরাপদে ভারতে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। গ্লোব মাস্টারে চাপিয়ে ফেরানো হচ্ছে তাঁদের। এখনও পর্যন্ত ৬২৬ জনকে দেশে আনতে সফল হয়েছে ভারত। যাঁদের মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক। ৭৭জন আফগান শিখ। এর বাইরে আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে কর্মরতদেরও দেশে ফেরানো হয়েছে। কিন্তু এই কর্মযজ্ঞে এবার উদ্বেগ বাড়িয়ে তুলল কোভিড সংক্রমণ।