কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
করোনা আবহে জারি করা বিধিনিষেধের ঘেরাটোপ থেকে কোথাও বেড়াতে যাওয়া ভ্রমণপিপাসু বাঙালীর কাছে স্বপ্ন ই। তাই তাঁরা খুঁজে পেতে চাইছেন ঘরের কাছে এমন কোন পর্যটন কেন্দ্র যেখানে সুরক্ষার সাথে মিলবে অপার আনন্দ ।তেমনই এক উইকেন্ড ডেস্টিনেশন হতে চলেছে উত্তর ২৪পরগনার পাঁচপোতা বাওর ।গাইঘাটায় ভারত – বাঙলাদেশ সীমান্ত লাগোয়া এই প্রান্তের মনোরম জলরাশি দেখতে ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করতে শুরু করেছেন । সাড়ে সাত কিলোমিটার লম্বা বিল ও চারপাশের প্রান্তর দেখে মনে হবে যেন এক টুকরো কেরালা।
একধারে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা , অন্যপারে বেরি গোপালপুর । এখানকার গ্রামবাসীরা সমবায় সমিতি তৈরি করে বাওড় এ মাছ চাষ করেন । আগে বিক্ষিপ্ত ভাবে কিছু পর্যটক আসতেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে । করোনা আবহে এই ধরনের ভ্রমণ পিপাসু মানুষ ঘরের কাছে খুঁজে পেতে চাইছেন আরশিনগর । বর্তমানে পর্যটকরা এইখানে এসে সারাদিন ঘোরাঘুরি করে দিনের শেষে বাড়ি ফিরে যান । সপ্তাহান্তে এখানে বেড়াতে এসে পর্যটকরা যাতে থেকেও যেতে পারেন দিন দুয়েক , তার জন্য ইতিমধ্যেই বিস্তীর্ণ জলরাশির পাশে শুরু হয়ে গিয়েছে ছোট ছোট একুশটি কটেজ তৈরির কাজ । রয়েছে নৌকাবিহারের ব্যবস্থা , পাশাপাশি রয়েছে একটি স্পিড বোট ও । কটেজগুলো তৈরী হয়ে গেলে থাকবে হোম স্টের ব্যবস্থা ।নৌকা করে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন ইছামতী নদীর তীর পর্যন্ত|