কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
দুই পক্ষের হুমকি পালটা হুমকির পর অবশেষে মাসুদের বাহিনীর সঙ্গে বৈঠক করল তালিবানরা ।তবে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি ।পঞ্জশীর নিয়ে বিগত কয়েকদিন ধরে চরম অস্বস্তিতে পড়েছে তালিবান সরকার । সেখানে আহমেদ মাসুদের নেতৃত্বে গড়ে ওঠা তালিবান বিরোধী বাহিনী তালিবানদের দখল থেকে আফগানিস্তান কে মুক্ত করার ডাক দিয়েছে ।ইতিমধ্যেই সেখানে ৯ হাজার সেনার এক বিশাল বাহিনী তৈরী করা হয়েছে ।
তালিবানের তরফে সম্প্রতি মাসুদকে হুমকি দিয়ে বলা হয়েছিল ,’ চার ঘন্টার মধ্যে আত্মসমর্পন করতে ‘। পাল্টা জবাবে মাসুদও একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন , ‘যুদ্ধ হোক আমরাও সেটা চাই না ।তবে তালিবানরা হামলা চালালে আমরাও চুপ করে বসে থাকব না ‘।
গতকাল ই তালিবান বিরোধী শক্তির তরফে টুইট করে বলা হয় ,দুটি রাস্তা খোলা আছে ।হয় ওরা খারোসানের বাসিন্দাদের মূল্যবোধ মেনে নিক , নয়তো দ্বিতীয় প্রতিরোধ শুরু হবে ।গত সপ্তাহেই পঞ্জশীরের কাছে অবস্হিত পোল ই হেসার , দেহ সালাহ ও বানু জেলা দখল করে নিয়েছিল স্থানীয় বাসিন্দারা ।পরে যদিও তালিবানরা দাবি করে , তারা ফের ওই জায়গাগুলি দখল করে নিয়েছে ।এই পরিস্থিতিতে তালিবানের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল । পাল্টা জবাবে মাসুদও জানিয়েছিলেন , তিনি আলোচনায় বসতে রাজি । অন্যদিকে , পঞ্জশীরের প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়া ভাইস প্রেসিডেন্ট ও জানিয়েছেন , একমাত্র অর্থবহ ও গ্রহণযোগ্য প্রস্তাব ই মানা হবে ।যদি আলোচনা ব্যর্থ হয় , তবে তারা যে কোনও পরিস্থিতিতে লড়াইয়ের জন্য প্রস্ত্তত ।