কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভোটবাক্সের বাইরেও জমে উঠেছে ভোটের লড়াই। খেজুরি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রতিম দাসের মনোনয়ন পত্র বাতিলের আবেদন জানিয়ে স্ত্রী লিপি দাস যে কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন সে সংবাদ আমরা আগেই পরিবেশন করেছি।
লিপিকা দেবীর অভিযোগ ছিল তাঁর স্বামী দ্বিতীয় বিবাহের কথা গোপন করেছেন। শুধু তাই নয় দ্বিতীয় পক্ষের সন্তান, প্রথম পক্ষের সন্তান, নিজের বিষয় সংক্রান্ত তথ্যও গোপন করেছেন। এবার এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন লিপিকা দাস। তাঁর কথায় তাঁর আইনজীবী মধু জানা এই কেস লড়ছেন। মহামান্য হাইকোর্টের কাছে তিনি তাঁর আবেদন পেশ করেছেন। আগামীকাল তার পরবর্তী শুনানি। উল্লেখ্য আগামী ২৭ শে মার্চ খেজুরি বিধানসভায় ভোটগ্রহণ।