বেসরকারি হাসপাতালের উদ্যোগে কিশোর ভারতী স্টেডিয়ামে ২০০ শয্যার কোভিড হাসপাতাল
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে তথা কলকাতায় এই মুহূর্তে বেসামাল সংক্রমণ। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় এগিয়ে এল বেসরকারি হাসপাতাল মেডিকা। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম কে পরিবর্তিত করা হল ২০০ বেডের কোভিড হাসপাতালে। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিশোর ভারতী স্টেডিয়ামে গিয়ে করোনা চিকিৎসার জন্য “মেডিকা” হাসপাতালের এই নতুন উদ্যোগ ঘুরে দেখেন। করোনা আক্রান্তদের জন্য শয্যা সঙ্কট মেটাতে অবশ্যই কার্যকরী হবে মেডিকা হাসপাতালের এই উদ্যোগ।
বর্তমানে মুকুন্দপুরে “মেডিকা” সুপার স্পেশালিটি হাসপাতালে ২৬৭টি বেডের করোনা চিকিৎসার পরিকাঠামো রয়েছে। এখানে ১৩২টি আইসিইউ/এইচডিইউ বেড, ১২২টি জেনারেল বেড ১২টি বেড একই চিকিৎসার জন্য সংরক্ষিত রয়েছে।
মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষের কথায় এই উদ্যোগ কিছুটা হলেও সঙ্কট মেটাবে। রাজ্যে যেভাবে সংক্রমণ ভয়াবহ চেহারা নিচ্ছে তাতে এই উদ্যোগ নেওয়া জরুরী ছিলো। এই কোভিড হাসপাতালে অক্সিজেনের পর্যাপ্ত যোগানের সঙ্গে থাকছে এইচডিইউ, আইসিইউ এর ব্যবস্থাও।