স্কীন টাইপস
আপনার কোন ধরণ এর ত্বক আপনি কি ভাবে বুঝবেন?
ত্বক এর ধরণ চার প্রকার:
১) তৈলাক্ত ত্বক।
২) সাধারণ ত্বক।
৩) শুষ্ক ত্বক।
৪) মিশ্র ত্বক।
রাতে শোয়ার আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলবেন ,তার পরে কোনো রকম এর ক্রিম বা লোশন ত্বকে ব্যবহার না করে ঘুমিয়ে পরবেন। সকালে ঘুম ভাঙ্গার পরে একটা টিসু পেপার নিয়া মুখে চেপে ধরবেন,যদি টিসুটি তে অনেক তেল এর ছাপ পরে তাহলে বুঝবেন আপনার তৈলাক্ত ত্বক।
যদি সাধারণ ছাপ পরে তাহলে বুঝবেন আপনার সাধারণ ত্বক।
যদি কোনো ছাপ না পরে তাহলে আপনার শুষ্ক ত্বক।
আর যদি ‘T’ আকার অর্থাৎ কপাল,নাক,আর থুতনীতে ছাপ পরে কিন্তু গেলে কোনো ছাপ না পরে তাহলে আপনার মিশ্র ত্বক।
ত্বকে কি প্রক্রিয়া তে প্যাক ব্যবহার করবেন:
যদি আপনার তৈলাক্ত ত্বক হয় তাহলে আপনি তৈলাক্ত ত্বক আর জন্য বরাদ্দ করা প্যাক ব্যাবহার করবেন।
যদি আপনার সাধারণ ত্বক হয় তাহলে সাধারণ ত্বক আর জন্য বরাদ্দ প্যাক ব্যবহার করবেন।
যদি শুষ্ক ত্বক হয় তাহলে শুষ্ক ত্বক এর জন্যে বরাদ্দ প্যাক ব্যাবহার করবেন।
কিন্তু যদি আপনার ত্বক মিশ্র হয় তাহলে আপনার ত্বক আর যে অংশ টা তৈলাক্ত সে অংশ তে তৈলাক্ত ত্বক এর জন্যে বরাদ্দ প্যাক ব্যবহার করবেন আর যে অংশ টা শুষ্ক সেই অংশ টা তে শুষ্ক ত্বক এর জন্যে বরাদ্দ প্যাক ব্যবহার করবেন।