কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
কলকাতা পুলিশের তৎপরতায় ও মানবিকতায় প্রাণে বাঁচলেন হাওড়ার এক ব্যক্তি ।ঘটনাস্থল দ্বিতীয় হুগলি সেতু । সকালে হাওড়াথেকে বাইকে করে সঙ্গীকে নিয়ে কলকাতা যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাইক চালক ঋত্বিক রায় ।সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে রাস্তার ধারে লুটিয়ে পড়েন তিনি ।ঋত্বিক বাবুর সঙ্গী ছিলেন তাপস পাল নামে এক ব্যক্তি ।
সঙ্গীর এই অবস্থা দেখে কিছুটা বিচলিত হয়ে পড়েন তাপস বাবুও ।ঘটনাটি দেখতে পান সেতুতে কর্তব্যরত দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের আ্যসিস্টেন্ট সাব ইনস্পেক্টর এস গড়াই । বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ডের অতিরিক্ত ওসি , ইনসপেক্টর কৃষ্ণেন্দু গুপ্তকে বিষয়টি জানান ।কৃষ্ণেন্দু বাবু অনবরত কলকাতা পুলিশের আ্যম্বুলেন্স এর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করতে থাকেন । কিন্তু সেই মুহুর্তে অন্য রোগী নিয়ে সেই আ্যম্বুলেন্স অন্য হাসপাতালে ব্যস্ত থাকায় কোনও পরিষেবা পাওয়া যায় নি । তিনি কোনরকম সময় নষ্ট না করে নিজের দফতরের গাড়ি নিয়ে ঋত্বিকবাবুকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ।
সেখানেই এখন চিকিৎসাধীন ঋত্বিক বাবু ।হাসপাতালে চিকিৎসকেরা জানান , আর একটু বেশি দেরি হলেই প্রাণহানির ঘটনা ঘটতে পারত । ঋত্বিক বাবুকে হাসপাতালে পৌঁছে দিয়েই ক্ষান্ত হন নি তিনি। তার মোটরসাইকেল টিও উদ্ধার করে হেস্টিংস থানায় নিয়ে যান । ঋত্বিক বাবুর সঙ্গী তাপস পাল জানান , ‘ঋত্বিক বাবুর এই অবস্থা হবে ভাবতেই পারিনি ।এই অবস্থায় দিশেহারা হয়ে পড়ি ।পুলিশের সাহায্য না পেলে আজ হয়তো বন্ধুকে হারাতে হতো ‘।