33 C
Kolkata
33 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

কয়েক বছরেই টাকা হবে দ্বিগুণ! জানুন Post Office-এর টাকা দ্বিগুণ স্কিম সম্পর্কে

ঝুঁকিহীন বিনিয়োগ কে না চায়। এক্ষেত্রে পোস্ট অফিসে বিনিয়োগ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। পোস্ট অফিসে এমন অনেক স্কিম রয়েছে যেগুলিতে বিনিয়োগ করলে কয়েক বছরেই বিনিয়োগকারীর টাকা দ্বিগুণ হবে।

পোস্ট অফিসে এমন অনেকগুলি স্কিম রয়েছে যেগুলিতে গ্রাহকেরা মোটা হারে সুদ পেতে পারেন। এছাড়া এই স্কিমগুলির বেশিরভাগে কর ছাড়েরও সুবিধা পাওয়া যায়। পাশাপাশি পোস্ট অফিসে টাকা রাখা নিরাপদও, কারণ এক্ষেত্রে সরকারি গ্যারান্টি রয়েছে।

পোস্ট অফিসের কয়েকটি স্কিম নিয়ে আলোচনা করা হল

1. Post Office Sukanya  Samriddhi  Account

মূলত কন্যাদায়গ্রস্থ পিতাদের কথা মাথায় রেখে পোস্ট অফিসে এই স্কিম আনা হয়েছে। এই স্কিমে সুদের হার ৭.৬ শতাংশ। প্রায় সাড়ে নয় মাসের মধ্যেই এই স্কিমে টাকা দ্বিগুণ হয়ে যায়।

2. Post Office Recurring Deposits

বর্তমানে Recurring Deposits-এর ক্ষেত্রে ৫.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে Post Office। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে ১২ বছর ৫ মাসে দ্বিগুণ টাকা ফেরত পাবেন বিনিয়োগকারী।

3. Post Office Senior Citizen Saving Scheme

পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বিনিয়োগ করলে দারুণ সুবিধা পাওয়া যায়। বর্তমানে এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ১০ বছরের আগেই এই স্কিমে টাকা দ্বিগুণ হয়ে যাবে।

4. Post Office Time Deposit

এক থেকে তিন বছরের বিনিয়োগের জন্য পোস্ট অফিসে রয়েছে Time Deposit (TD) স্কিম। এই স্কিমে ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। যদি কোনও ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ১৩ বছরে দ্বিগুণ টাকা ফেরত পাওয়া যাবে।

5. Post Office Monthly Income Scheme

এই স্কিমে পোস্ট অফিস ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। অর্থাৎ এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে, প্রায় ১১ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে। তাই কোনও ব্যক্তি চাইলে এই স্কিমেও অর্থ বিনিয়োগ করতে পারেন।

6. Post Office Savings Bank Account

কোনও ব্যক্তি চাইলে Post Office-এর Savings Bank Account-এ বিনিয়োগ করতে পারেন, এতে প্রায় ১৮ বছরে বিনিয়োগকারী দ্বিগুণ টাকা ফেরত পাবেন। এই স্কিমে সুদের হার চার শতাংশ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.