27 C
Kolkata
27 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

কৃষ্ণনগরে আরেক দেবাঞ্জন! ভুয়ো CID পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত মহিলা

ভুয়ো IAS অফিসারের পর এবার ভুয়ো CID আধিকারিক। দেবাঞ্জন কাণ্ডের পর তারই ছায়া নদিয়ার কৃষ্ণনগরে। নিজেকে CID অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেবে বলে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণার দেওয়ার অভিযোগ। কখনও নিজেকে সমাজসেবী পরিচয় দিয়ে বা কখনও ভবানীপুরের সিআইডি অফিসার পরিচয় দিয়ে মানুষের কাছে নিজেকে জাহির করত নগর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাধারানী বিশ্বাস। যদিও এর পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণনগরে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই ওই মহিলার নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তার নিজের পাড়ার এক বেকার যুবক গৌরব চট্টোপাধ্যায়ের কাছ থেকে গত ফেব্রুয়ারি মাসে 5 লক্ষ টাকা নেন চাকরি দেবেন বলে | গৌরব চট্টোপাধ্যায় এর অভিযোগ, করোনা কালে বহু মানুষকে খাবারের সামগ্রী দিয়ে সাহায্য করেছিলেন রাধারানি বিশ্বাস। নিজেকে সিআইডির ডিএসপি বলেও পরিচয় দিয়েছিলেন। গৌরবের কথায়,পরে সরকারি চাকরি দেওয়ার নাম করে ও গৌরবকে জালি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করেন বলে অভিযোগ। এরপর জানা যায় জেলার অনেক মানুষের কাছ থেকে এভাবে টাকা প্রতারণা করেছে। এই বিষয় নিয়ে তার বাড়িতে জানতে চাওয়া হলে রাধারানী বিশ্বাসের কন‍্যা তিয়াসা বিশ্বাস জানান, তার মা একটি সাধারণ গৃহবধূ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে বেড়ায় তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে তার মা কোনওভাবেই জড়িত নন ।

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন স্থানীয় কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর স্বামী বিশ্বজিৎ চক্রবর্তীর উদ্যোগে এই বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে, এ নিয়ে কৃষ্ণনগর কোতয়ালি থানায় অভিযোগ ও জমা পড়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। বিভিন্ন সময়ে রাধারানী বিশ্বাসকে যেভাবে কৃষ্ণনগরের বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে বলে আওয়াজ তুলেছেন বিরোধীরা।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.