মোকাবিলায় রাজ্যে-রাজ্যে (States) লকডাউন (Lockdown) -সহ একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তার জেরেই স্বস্তি দিয়ে কমছে দেশের করোনা সংক্রমণ। পরপর তিন দিন কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। আশা জাগিয়ে বাড়ছে সুস্থতার হার। কমছে মৃত্যু সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। গত দেড় মাসের মধ্যে যা সর্বনিম্ন। শনিবার এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। দৈনিক সুস্ততার হার, ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯ জন। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৮.০২ শতাংশ। মারণ ভাইরাসে দৈনিক মৃত্যুর হার সাড়ে ৩ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৩ হাজার ৪৬০ জনের।
এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১ লক্ষ ১৪ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৭৬ হাজার ৩০৭ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। এই নিয়ে লাগাতার ১৭ দিন দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের চেয়ে বেশি হল। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯১.২৫ শতাংশ। আর পজিটিভিট রেট নেমে এসেছে ৯.২৫ শতাংশে। যা স্বাভাবিকভাবে আশা দেখাচ্ছে সাধারণ মানুষকে।