অবশেষে জামিন লালুর
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ অবশেষে মিলল জামিন। শনিবার দুমকা ট্রেজারী মামলায় ঝাড়খন্ড হাইকোর্ট থেকে জামিন পেলেন লালু প্রসাদ যাদব। সেই সঙ্গে পশুখাদ্য দুর্নীতি সংক্রান্ত মামলায় সামগ্রিক ভাবে জামিন পেলেন তিনি।
দীর্ঘ তিন বছর কারাবাসের পর অবশেষে বাড়ি ফিরছেন লালুপ্রসাদ। তাই তাঁর বাড়িতে এখন খুশির আমেজ। ২০১৭ সালে জেল বন্দি হয়েছিলেন তিনি। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে দুই ধারায় ৭ বছরের জেল হয়েছিল তার।
সেই সময় বেশ কয়েকবারই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝাড়খন্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। তবে আরজেডি কংগ্রেস জোট ক্ষমতায় না এলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে লালু প্রসাদের দলই। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লালুপ্রসাদের এই প্রত্যাবর্তন রাজনৈতিক ময়দানে নতুন কোনও ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।