ফের ভূমিধস, উত্তরাখণ্ডে, মৃত কমপক্ষে দুজন
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ মাত্র ২ মাস আগে উত্তরাখণ্ডে ভূমিধসে প্রাণহানির ক্ষত এখনও টাটকা। তার মাঝেই ফের ঘটল এই ধরনের ঘটনা।
শুক্রবার রাতে রাজ্যের নীতি উপত্যকার সুমনা এলাকায় হিমবাহ ধসের খবর মিলেছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে দিয়েছে রাজ্য সরকার।
বিষয়টি নিয়ে টুইট করেছেন হিমবাহ ধসের খবরে উদ্বিগ্ন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তাঁর টুইট, ‘নীতি উপত্যকার সুমনায় হিমবাহ ধসের খবর মিলেছে। আমি ইতিমধ্যে সতর্কতা জারি করেছি। জেলা প্রশাসন ও বর্ডার রোডস অর্গানাইজেশনের থেকে খবরাখবর নিচ্ছি।’
এখনও পর্যন্ত ধসের ফলে দু’টি মৃত্যুর কথা জানা গিয়েছে। দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। একাধিক ধসের ফলে ৪ থেকে ৫ জায়গার রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। গতকাল থেকেই যোশিমঠ থেকে ‘বর্ডার রোডস টাস্ক ফোর্স’ এসে ভাপকুণ্ড থেকে সুমনার মধ্যে রাস্তা পরিষ্কার করার কাজ করছে।
সেনার তরফে জানানো হয়েছে, ৬-৮ ঘণ্টার মধ্যেই সমস্ত রাস্তা ফের চলাচলের যোগ্য করে তোলা যাবে। এখনও পর্যন্ত ধসের ফলে আটকে পড়া ২৯১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে