25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

অত্যন্ত নরমাল ভাবেই তৈরি করা সাস্বদ লাউ দিয়ে সোল মাছ রেসিপি।

লাউ দিয়ে ষোল মাছ।। 

কি করে বানাবেন।।

উপকরণ; 

 

১. লাউ (কুচি করে রাখতে হবে)

২. ষোল মাছ(ধুয়ে পিস করে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে)

৩. লঙ্কা 4-5 টা

৪. জিরে 1tsp

৫. তেজপাতা 2 টো

৬. লবণ স্বাদ মত

৭. হলুদ

৮. চিনি সামান্য

 

প্রণালী;

১. প্রথমে তেল গরম করে মাছ গুলো ভেজে নিতে হবে।তার পরে ওই তেলে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে লাউ আর লঙ্কা দিয়ে দিতে হবে।

 

২. এরপরে স্বাদ মত নুন ও হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে।এরপরে কিছু ক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে।

 

৩. তারপরে ঢাকা খুলে মাছ গুলো দিয়ে নাড়িয়ে নিতে হবে।কিছু ক্ষন পরে চিনি দিয়ে নাড়িয়ে 5 মিনিট পরে নামিয়ে নিতে হবে।

পরিবেশন করুন।।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.