কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল বামফ্রন্ট
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এবার কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে এল বামফ্রন্ট।
খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যাগে নগদ টাকা ভরছেন একজন। সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে কসবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খানের অনুগামীরা টাকা বিলি করছেন জাভেদ খানের অনুগামীরা।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। সংযুক্ত মোর্চার কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শতরূপ ঘোষও জানিয়েছেন তাঁরা পুরো বিষয়টি কমিশনের নজরে আনবেন। কারণ নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল নগদে কোনরূপ লেনদেন করা যাবেনা।
তবে বামেদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। তাঁর দাবি ওই ভিডিও বানানো হয়েছে। তিনি নিজেও পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত দাবি করেছেন।