33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

লোকাল ট্রেন চালুর দাবিতে একাধিক স্টেশনে রেল অবরোধ, ভাঙল পুলিশের গাড়ি

লকডাউনে অফিস ছাড়ের ঘোষণার পর থেকেই অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। বাংলায় লোকাল ট্রেন (Local Train) চালানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। লোকাল ট্রেন বন্ধ থাকায় প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির ছবি সামনে উঠে আসছে। বুধবারের পর বৃহস্পতিবারও সোনারপুর স্টেশনে ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন চালানোর দাবিতে ফের অবরোধে সামিল হলেন নিত্যযাত্রীরা। এদিন সকাল থেকেই সোনারপুর স্টেশনে মহিলা যাত্রীদের নেতৃত্বে অবরোধ চলছে। করোনা আবহে বাংলায় বর্তমানে শপিং মল, রেস্তোরাঁ খোলা হলেও কেন লোকাল ট্রেন চালু করা হল না এই নিয়ে বিক্ষোভ যাত্রীদের। সোনারপুরের মল্লিকপুর, ঘুটিয়ারিতেও অবরোধ চলছে।

লোকাল ট্রেন চালানোর দাবিতে এই দুই স্টেশনে রেল অবরোধ করে নিত্যযাত্রীরা। এমনকি এই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুরের খবরও সামনে আসে। মল্লিকপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে অবরোধকারীদের বিরুদ্ধে।

ট্রেন না চললে না খেয়ে মরতে হবে এই অভিযোগ উঠেছে। এই দাবি নিয়েই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দীর্ঘক্ষণ রেল অবরোধ করা হয়। জিআরপিএফের গাড়িতেও হামলা করা হয় বলে জানায় পুলিশ।এই ঘটনায় প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে রেল পরিষেবা। স্পেশাল ট্রেনের যাত্রীদেরও চরম সমস্যা ও হয়রানির মুখোমুখি হতে হয়ে এই ঘটনার জেরে।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বর্তমানে বিভিন্ন শাখায় স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। তবে, সেই ট্রেনে সাধারণ নিত্যযাত্রীদের ওঠায় নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার জন্য নিত্যযাত্রীদের ভিড়ের ছবি করোনা পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.