সংক্রমণ রুখতে এবার দিল্লিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন অরবিন্দ কেজরি
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দ্বিতীয় ঢেউ আটকাতে সোমবার অর্থাৎ ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত রাজধানীতে চলবে সম্পূর্ণ লকডাউন। সোমবার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার দিল্লির দৈনিক সংক্রমণের হার পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এদিন নতুন করে আক্রান্ত হয়ে ২৫,৪৬২জন। সংক্রমণের শৃঙ্খল ভাঙতেই এই লকডাউনের সিদ্ধান্ত।
আগামী সোমবার পর্যন্ত চলবে লক ডাউন। সোমবার রাত ১০ টা থেকে শুরু হবে লক ডাউন ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। স্কুল, কলেজ বন্ধ থাকার পাশাপাশি দিল্লির সমস্ত বেসরকারি দফতর বন্ধ রাখার নির্দেশ । বাড়ি বসেই করতে হবে তাদের কাজ।
তবে খোলা থাকবে সরকারী দফতর ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। করোনার সংক্রমণ যে ভাবে বাড়ছে তার থেকে পিছিয়ে নেই দিল্লি। তাই সংক্রমণ রুখতে এবার দিল্লিতে সম্পূর্ণ কার্ফু জারি করার কথা ঘোষণা করল দিল্লি প্রশাসন।