কলকাতামিডিয়া ওয়েবডেস্কঃ অবশেষে কিছুটা স্বস্তি দিয়ে কমল রান্নার গ্যাসের দাম। বিগত কয়েকমাস ধরে এলপিজি সিলিন্ডারের লাগাতার মূল্য বৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। সেদিক থেকে অবশেষে মিলল কিছুটা স্বস্তি।স
সিলিন্ডারপিছু ১৯০ টাকা কমল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডারের দাম হল ৫৮৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ভর্তুকহীন বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছে ২৬২ টাকা ৫০ পয়সা।