করোনা পরিস্থিতিতে দেশের যখন কার্যত বিধ্বস্ত অবস্থা তখন মন ভাল করা খবর দিলেন গায়িকা। মা হলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেকথা।
টুইটারে তিনি লিখেছেন, “ভগবান আমাদের আজ বিকেলে এক পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করেছেন। এই অনুভূতি আগে কখনও অনুভব করিনি। আমি, শিলাদিত্য ও আমাদের পরিবার অত্যন্ত আনন্দিত। আমাদের অগণিত আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ।” শ্রেয়ার এই টুইট শেয়ার করেছেন শিলাদিত্যও।
মার্চ মাসেই শুরুতেই নিজের টুইটার এবং ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান শ্রেয়া ঘোষাল। একটি ছবি পোস্ট করেন বাঙালি গায়িকা। যেখানে নিজের বেবি বাম্প ছুঁয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল তাঁকে। ছবির ক্যাপশনে গায়িকা লিখেছিলেন, ”পরিবারে নতুন অতিথি আসছে। শিলাদিত্য এবং আমি এই খবর আপনাদের জানাতে পেরে খুবই খুশি। জীবনের নতুন অধ্যায় শুরু করতে আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ফেব্রুয়ারিতে আবার মা হয়েছেন সইফ ঘরণী করিনা কাপুর। তিনিও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এবার শ্রেয়া ঘোষালের ছেলের জন্মের খবরে খুশি অনুরাগীরা। গায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন, দিয়া মির্জা, নীতি মোহন, সোফি চৌধুরী, অনিরুদ্ধ রায়চৌধুরী, সেলিম মার্চেন্ট, জোনিতা গান্ধী, শেখর রাভজিয়ানির মতো সংগীত জগতের তারকারাও। শ্রেয়া এবং তাঁর পরিবারের নতুন অতিথির সুস্থতা কামনা করেছেন প্রত্যেকে। মা ও সন্তান দু’জনেই ভাল আছে বলে হাসপাতাল সূত্রে খবর।