‘আপনাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিৎ’, কমিশন কে নজিরবিহীন তোপ মাদ্রাজ হাইকোর্টের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ লাগাম ছাড়া সংক্রমণ, প্রতিদিন বাড়ছে মৃত্যুর হার। সেই সঙ্গে যুক্ত হয়েছে অক্সিজেনের অপ্রতুলতা ও শয্যার অভাব। সামগ্রিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
এবার মাদ্রাজ হাইকোর্টের তীব্র ভর্ত্সনার মুখে নির্বাচন কমিশন। আদালতের তরফে স্পষ্ট জানানো হয় ৩০ এপ্রিলের মধ্যে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে ২ মে হবে না ভোট গণনা। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত, বললেন মাদ্রাজ হাই কের্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
এদিন মাদ্রাজ হাইকোর্টের তরফে পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন কমিশনের জেরে দ্বিতীয় করোনা প্রবাহ আছড়ে পড়েছে দেশে। পাশাপাশি কমিশনকে তোপ দেগে হাইকোর্টের তরফে বলা হয়, আপনাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত। ২ রা মে ভোট গণনা হবে কিনা তাও এখন প্রশ্নের মুখে।