কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
মাসকট থেকে ঢাকা যাওয়ার পথে মাঝআকাশেই আচমকাই ছন্দপতন ঘটল ।আচমকাই অসুস্থ হয়ে পড়েন পাইলট ।অল্পের জন্য বড়স়ড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমানটি ।জরুরি ভিত্তিতে নাগপুর বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে । জানা গিয়েছে ,মাসকট থেকে ঢাকা যাচ্ছিল বিমানটি । রায়পুরের কাছাকাছি পৌঁছেতেই সাড়ে এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ওই আন্তর্জাতিক বিমানের চালক ।১১টা বেজে ৪০মিনিট নাগাদ কলকাতা এটিসিতে যোগাযোগ করা হয় ।এরপরেই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের উদ্যোগে নাগপুর বিমানবন্দরে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করান সহকারী পাইলট । সহকারী পাইলট সেই মুহূর্তে কলকাতা এটিসিতে যোগাযোগ করতে না পারলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ।
সূত্রের খবর , ইতিমধ্যেই ওই পাইলটের চিকিৎসা শুরু হয়েছে ।তার অবস্থা স্থিতিশীল ।এই ঘটনায় কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভূমিকার প্রশংসা করা হয়েছে । চলতি বছরের শুরুতেই এহেন বিভ্রাটের সাক্ষী হয়েছিল কলকাতা বিমানবন্দর উড়ানের পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল ।তবে তা সঙ্গে সঙ্গে নজরে আসায় বড় বিপদ এড়ানো গিয়েছিল ।পরবর্তী তে যাত্রীদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে পাঠানো হয় গন্তব্যে ।