থলি হাতে বাজার করেই অভিনব প্রচারে উত্তর মালদার বিজেপি নেতৃত্ব
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ জমে উঠেছে ভোটের লড়াই। ইতিমধ্যেই চারদফার ভোট সম্পন্ন। বিভিন্ন ভাবে জনসংযোগে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। থলি হাতে বাজারে গিয়ে প্রচার সারলেন উত্তর মালদার চাঁচোলের বিজেপি নেতা খগেন মুর্মু।
জনসংযোগের পাশাপাশি থলি হাতে নিয়ে রীতিমত বাজার করতে দেখা গেল তাঁকে। চাঁচোল দৈনিক বাজার ও কৃষি বাজারে গিয়ে চাঁচোল বিধানসভার বিজেপি প্রার্থী দীপংকর রামের সমর্থনে ভোট প্রচার করেন বিজেপি সংসদ খগেন মুর্মু। বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছে গিয়ে করজোড়ে ভোট প্রার্থনা করলেন তারা। চাঁচল দৈনিক বাজারে আলু, পটল, কুমড়ো, শসা আরো অন্যান্য সবজি কিনে ব্যাগ বোঝাই করেন তারা।
জনসংযোগ বাড়াতে এ এক অভিনব প্রচার।
প্রচার চলাকালীন কখনো বা কোন সবজি বিক্রেতা শসা খাওয়াচ্ছেন তাদের আবার কখনোবা চায়ের দোকানে বসে চা চক্রে অংশগ্রহণ করছেন বিজেপি সাংসদ ও প্রার্থীকে। সব মিলিয়ে দিনভর পুরোদমে বাজারে বেরিয়ে প্রচার সারলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও প্রার্থী দীপঙ্কর রাম।