করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রার্থী,ভোট স্থগিত মালদহের বৈষ্ণবনগরে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে আরও এক প্রার্থীর মৃত্যু ঘটল করোনায়। সোমবার রাতে মারা গিয়েছেন বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ।ফলে এই কেন্দ্রে ভোট স্থগিত করে দিল নির্বাচন কমিশন। ২৯ তারিখ, নির্ধারিত সূচি অনুযায়ী এই কেন্দ্রে ভোট হবে না।
মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বলে খবর। কবে ফের মালদহের বৈষ্ণবনগর কেন্দ্রে ভোট হবে, তা এখনও জানানো হয়নি কমিশনের তরফে। পরে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে। ফলে আগামী ২ মে, রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ২৯১টির ভোটগণনা ও ফলপ্রকাশ হবে।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সামসেরগঞ্জ ও জঙ্গীপুরের প্রার্থীরা। প্রাণ হারিয়েছেন সামসশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গীপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। আগামী ১৬ মে এই দুই কেন্দ্রে নির্বাচন
এছাড়াও কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে
প্রাণ হারিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা।