তৃণমূলের স্লোগান চুরি করছে বিজেপি, কোশিয়ারির সভা থেকে সরব মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সুকুমার রায়ের গোঁফচুরি কবিতায় হেড অফিসের বড়বাবু তাঁর গোঁফ চুরি যাওয়ার অভিযোগ করেছিলেন
বাংলায় জমে উঠেছে ভোটরঙ্গ। এবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের স্লোগান চুরির অভিযোগ করলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি ‘টুকলি’ করছে বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “বিজেপি এখন পরিবর্তনের ডাক দিচ্ছে। ওটা তো আমাদের স্লোগান। ২০১১ সালে আমরা এই স্লোগান দিয়েছিলাম। বিজেপি তো টুকলি করছে। নিজেদের মাথা থেকে কিছু বেরোয়নি। তাই আমাদের স্লোগানই চুরি করেছে। নতুন কিছু মাথা থেকে বের করুন।”
বৃহস্পতিবার কোশিয়াড়িতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে বিঁধেছেন তিনি। এই কটাক্ষ করার সময়তেই স্লোগান চুরির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এই সভা থেকেও কটাক্ষ করলেন, “বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, ভোটের আগে ক্যাশ বেলুন।”