শাহ-মমতা পারষ্পরিক তরজায় জমে উঠেছে উত্তরবঙ্গের ভোট প্রচার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তৃণমূল নেত্রী তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসন থেকে হারবেন, শুক্রবার উত্তরবঙ্গের একাধিক সভা থেকে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা শরীর বিজেপি নেতা অমিত শাহ।
তুফানগঞ্জের সভা থেকে পাল্টা সুর চড়ালেন মমতাও। তিনি বলেন “নন্দীগ্রামে খুব ভালো ভাবে জিতব। আমার ভোট হয়ে গিয়েছে। আমি একা জিতলে তো হবে না। আমার প্রার্থীদের জিততে হবে। মনে রাখবেন আমাকে ২০০ সিট পার করতে হবে। দুশোর কমে হবে না। আমরাই আসছি। বিজেপি যা বলছে তা ফাঁকা কথা।”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন ” দিল্লিতে বসে আছে আমাদের হোম মিনিস্টার। কিছুই করে না। দাঙ্গাবাজি, ধান্দাবাজি, বিরোধীদের ঘরে সিবিআই -ইডি ঢুকিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করে না। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে ভোটের সময়ে কেন তদন্ত সংস্থাগুলোকে পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে? সারা বছর কী করো? নির্বাচন কমিশন আমাদের কথা শুনছেনা। কাল নন্দীগ্রামে দেখলাম কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে তাণ্ডব চালিয়েছে। এদের সঙ্গে রয়েছে আমাদের কিছু দালাল। আপনাদের এলাকাতেও তাণ্ডব করবে। প্রতিদিন পুলিসের লোক বদল করছে কমিশন। অমিত শাহ নির্বাচন কমিশন চালাচ্ছে। ওকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হোক।”
( ছবি সংগৃহীত)