মঙ্গলবার নন্দীগ্রামের সভা থেকে নাম না করে শুভেন্দু কে বিঁধলেন মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে এবার হাইভোল্টেজ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে ভিন্ন মাত্রা পেয়েছে। বাম-কংগ্রেস- আইএসএফ জোট এখনও তাদের প্রার্থীর নাম জানায়নি।
নন্দীগ্রামে মঙ্গলবার কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে কেউ কেউ বহিরাগত বলছেন। আমি বাংলার লোক আমি বহিরাগত হয়ে গেলাম। আর দিল্লির লোকেরা সব বহিরাগত নন। তুমি মেদিনীপুরের লোক, আমি বীরভূমের এটুকুই যা তফাৎ।” এরপরই তিনি প্রশ্ন তোলেন বহিরাগত হলে আমি মুখ্যমন্ত্রী হলাম কী করে?
মঙ্গলবার নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেল চেনা ছন্দে। চা বানাতে দেখা গেল তাঁকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চা বানাতে দেখে দোকানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে নন্দীগ্রামে বটতলা মাঠে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে শহিদ বেদিতে মাল্যদান করেন তিনি। এরপর এলাকার একাধিক মন্দিরে পুজো দেন। খোশমেজাজে কাঁসরও বাজাতে দেখা যায় তাঁকে।