‘ এক পায়ে বাংলা, দু পায়ে দিল্লি’ চুঁচুড়ার সভা থেকে সরব মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বাংলার পর এবার লক্ষ্য দিল্লি। চুঁচুড়ার সভা থেকে সাফ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন,’একটা পায়ে বাংলা জয় করব, আর দু’টো পায়ে আগামী দিনে দিল্লি জয় করব।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ইলেকশনের আগে আমার পায়ে ইচ্ছে করে চোট করে দিল। যাতে আমি ইলেকশনে বেরোতে না পারি। আমি বললাম, আরে আমার একটা পা ভাঙা তো কী হবে! মা-বোনেদের দুটো করে পা আছে। একটা পায়ে যা করে বেরাচ্ছি। একটা পায়ে বাংলা জয় করব, আর দু’টো পায়ে তো আগামী দিনে দিল্লি জয় করতে হবে”
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ” দিদি ও দিদি ” শব্দবন্ধ ব্যবহারেরও আপত্তি তুলেছে তৃণমূল।