কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় শুক্রবার দিনের তৃতীয় জনসভাটি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি দাসপুর এবং চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে সভা করেন। প্রতিটি সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির আক্রমণ করেন বিজেপিকে।
নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মত শীর্ষ নেতৃত্ব বারবার উড়ে আসছেন দিল্লি থেকে। উন্নয়ন থেকে কাটমানি একাধিক ইস্যুতে তৃণমূলকে চলছে আক্রমণ। একই সঙ্গে চলছে সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি। এই সোনার বাংলা ইস্যুতে তোপ দেগে এই দিন মমতা বলেন যাঁরা বাংলা উচ্চারণ করতে পারেন বলেন “সুনার বাংলা ” তাঁরা গড়বেন “সোনার বাংলা “।
এইদিন তৃণমূল সুপ্রিমো আরও বলেন মোদী নিজের নামে স্টেডিয়াম বানিয়েছে। সব বিক্রি করে দিচ্ছে। কোনদিন দেশটাকেও বেচে দিয়ে নিজের নামে করে দেবে”।
তৃণমূল সুপ্রিমো বলেন মাতৃবন্দনা নামে একটি প্রকল্প আনা হচ্ছে। এই প্রকল্পে ১০ লক্ষ মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীতে নিয়ে আসব। তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করব। ন্যূনতম সুদে। যাতে তারা নিজেদের মতো ব্যবসা করতে পারে।