ধর্মতলায় ধর্নায় বসে ছবি আঁকলেন মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তাঁর প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তার প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় ধর্নায় বসে ছবি আঁকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২ টা থেকে ধরণায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো নেতা মন্ত্রী ছাড়া একাই রয়েছেন তিনি। তৃণমূলের তরফ থেকে অস্থায়ী ওই মঞ্চের সামনে নেত্রীর ধর্ণা কর্মসূচীর জন্য এনওসির আবেদন করা হয় লালবাজার ও সেনার কাছে।
সকাল ৯.৪০ নাগাদ নির্বাচন কমিশনের কাছে ধর্ণার অনুমতি চেয়ে চিঠিও পাঠানো হয় তৃণমূলের তরফ থেকে। কিন্তু তার সদুত্তর এখনও মেলে নি। তাই পোস্টার, ব্যানার, পতাকা ছাড়া একাই তিনি রাজপথে বসে মনোনিবেশ করেছেন ছবি আঁকায়।
এর আগেও তার ঘেরাও মন্তব্যের জন্য শোকজ করেছিল কমিশন। তবে রাত ৮ টার পর নিষেধাজ্ঞা উঠলেই বারাসাতে সন্ধ্যে সাড়ে ৮ টায় সভা করবেন তিনি। তৃণমূল প্রার্থী চিরঞ্জীতের সমর্থনে। সেখান থেকে উল্টোডাঙা, সুজিত বসুর সমর্থনে সভা করবেন তিনি। তবে কমিশনের এই সিদ্ধান্ত ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, সেই দিকে তাকিয়ে গোটা রাজ্য।