তারাপীঠে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী ২৯ এপ্রিল বীরভূমে অষ্টম তথা শেষ দফার ভোট। তার আগে অনুব্রত মন্ডলকে পাশে বসিয়ে সাংবাদিক সন্মেলন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য তারাপীঠের তারা মায়ের দর্শন সারেন তিনি। সমস্ত কোভিড প্রটোকল মেনে পুজো শাড়ি, মিষ্টি, আলতা, সিঁদুর দেয়ে মায়ের পুজো দেন তৃণমূল সুপ্রিমো।
ফেসবুকে মমতা লিখেছেন,”বাংলার প্রতিটি মানুষের মঙ্গল কামনায় আজ তারাপীঠে মায়ের কাছে প্রার্থনা করলাম। মায়ের আশীর্বাদে সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার, জরামুক্ত হয়ে উঠুক ধরণী। বাংলায় সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বিনাশ হোক সকল অশুভ শক্তির। বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি ও সম্প্রীতির মঙ্গলদীপ। ঘরে ঘরে বিরাজ করুক অপার শান্তি।”