রিক্সা চালাতে ভালোবাসেন তৃণমূল সুপ্রিমো, বলাগড়ের সভায় অকপট মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তিনদফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন। শাসক-বিরোধী ক্রমেই বাড়ছে প্রচারের ধার ভার। মোদী হোক বা মমতা কেউ কাউকে একইঞ্চি জমি ছাড়তেও রাজি নন
তবে হুগলীর বলাগড়ে একবারে ভিন্ন মেজাজে পাওয়া গেল তৃণমূল সুপ্রিমোকে। বলাগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোরঞ্জন দলুই এর সমর্থনে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি রিক্সা চালাতে ভালোবাসেন। এরআগে তৃণমূল সুপ্রিমোকে ইলেক্ট্রিক স্কুটি চালাতে দেখা গিয়েছে।
এদিন বলাগড়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মনোরঞ্জনের প্রশংসা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি জেনেছি রান্না করতে করতেই বই লিখেছেন উনি। উনি আমাকে একটা দরখাস্ত লিখেছিলেন। রান্নার বদলে অন্য কোনও কাজ চাইছিলেন তিনি। এই চিঠি পেয়ে ওঁকে লাইব্রেরিতে সরিয়ে এনেছিলাম। তারপর দলিত সাহিত্য অ্যাকাডেমি করেছি ওঁকে মাথায় রেখে। আপনাদের নিয়ে অনেকগুলি কাজ করবেন উনি। ভবিষ্যতে এই বলাগড়েই দলিত সাহিত্য অ্যাকাডেমির একটি দফতর হবে।”
মমতা আরও বললেন, “আমি শুনেছি উনি রিক্সা চালিয়ে নমিনেশন দিতে গিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি।” এরপরই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিদি বলেন, আমি মনোরঞ্জনের মতো রিক্সা চালাতে ভালোবাসি৷