কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রবিবার প্রকাশিত হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহার। যার নাম দেওয়া হয়েছে সঙ্কল্প পত্র। ক্ষমতায় এলে বিজেপি তাদের প্রস্তাবিত ” সোনার বাংলা ” গড়ে তুলতে কি কি কর্মসূচি নেবে, তা নিয়ে কার্যত কল্পতরুর ভূমিকায় দেখা গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। ইস্তাহারে দেখা গিয়েছে তারই বহিঃপ্রকাশ।
বিজেপির এই ইস্তাহার নিয়ে সোমবার বাঁকুড়ার কোতুলপুরে নির্বাচনী জনসভায় গিয়ে গেরুয়া শিবিরের কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি বললেন, ”মমতাকে টুকলি করে কোনও লাভ নেই।”
বিজেপি-র নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়াকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “২০১৪-র লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেবে। এবার রাজ্যের ভোটের আগে আবার বলছে চাল-ডাল দেবে। ওরা মিথ্যে কথা বলে, বিজেপিকে ভোট দেবেন না।”
বিজেপির প্রকাশিত ইস্তেহারের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন ‘ চাল-ডালের দাম কমিয়ে লাভ নেই। গ্যাসের দাম কমাও। আমাদের সরকার চাল বিনামূল্যেই দেয়। সেই চাল ফোটাতে অনেক টাকা দিয়ে গ্যাস কিনতে হয়। তাহলে গৃহস্থের চলবে কী করে? গ্যাসের দাম না কমালে বড় আন্দোলন হবে।” পাশাপাশি তিনি এও বলেন, ”মমতার প্রকল্পগুলোকে টুকে কোনও লাভ নেই।”