গোঘাটের নির্বাচনী জনসভা থেকে নাম না করে ফের শুভেন্দু কে বিঁধলেন মমতা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ নন্দীগ্রাম থেকে এবার হুগলীর গোঘাট। ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গো ঘাটে সভা নির্বাচনী জনসভা করেন তিনি।
রাজ্যে বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বুধবার গোঘাটে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । গোঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আবারও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন। অনুরোধ করলেন, একটি ভোটও যেন বিজেপিকে কেউ না দেয়। পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে বললেন নির্বাচনের পর বিহার, উত্তর প্রদেশ যেখানেই পালাও, কান ধরে টেনে আনবো”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি বাংলাকে ঘৃণা করে। সেই কারণেই আগে বহুবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আবেদন করা হলেও কেন্দ্রের তরফে তাতে সম্মতি দেওয়া হয়নি।” বাংলা কে হাথরাস হতে দেবেন না বলে তিনি কেন্দ্রকে তোপ দেগে বলেন, “যাই হয়ে যাক, বাংলাকে হাথরাস হতে দেব না। একটা মেয়ের গায়েও হাত দিতে দেব না।” এরপরই তৃণমূল নেত্রী আমজনতাকে আশ্বাস দিয়ে বলেন, “চাকরি দেব, কর্মসংস্থান হবে, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সব পাবেন, শুধু অনুরোধ করব কেউ বিজেপিকে ভোট দেবেন না।