কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ হুইলচেয়ারে বসেই একের পর এক নির্বাচনী জনসভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের সভা থেকে করোনার টীকাকরণ নিয়ে বিঁধলেন প্রধানমন্ত্রীকে।
বুধবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নির্বাচনী সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই সভামঞ্চ থেকে বিজেপিকে তুলোধোনা করলেন তিনি। বললেন, “নির্বাচনের আগে সকলের জন্য টিকা চেয়েছিলাম।বলেছিলাম, আমি টাকা দিচ্ছি। কিন্তু মোদিজি আমার কথা শুনলেন না। উনি শুধু বড় বড় ভাষণ দেন। কিন্তু কোভিড রুখতে গণটিকাকরণের ব্যবস্থা করলেন না।” এইদিন গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপিকে মিথ্যাবাদী দল বলেও অভিযোগ করেন।
মমতার অভিযোগ বিজেপি বলেছিল ক্ষমতায় আসলে বিহারে বিনামূল্যে টীকাকরণ হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখেনি তারা। “বিহারে বিজেপি ক্ষমতায় এলে সকলকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এখনও বিহারের লোক টিকা পেল না কেন?” মমতার অভিযোগ, “‘টিকাকরণের প্রতিশ্রুতি রাখেনি বিজেপি।